স্বতন্ত্র পে স্কেলের দাবিতে কেন্দ্রীয় ব্যাংকে কর্মবিরতি

Looks like you've blocked notifications!

স্বতন্ত্র পে স্কেলের দাবিতে কেন্দ্রীয় ব্যাংকে কর্মবিরতি পালন করেছেন ব্যাংকটির কর্মকর্তারা। তাঁদের দাবি, অষ্টম জাতীয় পে স্কেলে তাঁদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। গতকাল রোববার সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংক চত্বরে আধা ঘণ্টা কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের উদ্যোগে এ কর্মসূচিতে কেন্দ্রীয় ব্যাংকের জন্য স্বতন্ত্র পে স্কেল গঠনের দাবি জানানো হয়। কর্মসূচি পালনের সময় ব্যাংকটির কর্মকর্তারা কালো ব্যাজ ধারণ করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক শাহরিয়ার সিদ্দিকী বলেন, ‘২০০৯ সালের সপ্তম বেতন কাঠামোয় ব্যাংকের সহকারী পরিচালকরা বিসিএস ক্যাডার ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে একই গ্রেডে ছিলেন। কিন্তু অষ্টম বেতন কাঠামোর গেজেটে তাঁদের এক ধাপ নিচে নামিয়ে দেওয়া হয়েছে। এর মাধ্যমে সরকার বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের হেয় করেছে।’

শাহরিয়ার সিদ্দিক বলেন, `আমরা বেতন চাই না, সম্মান চাই। এটি আমাদের মর্যাদার লড়াই। যে অবস্থান আগে ছিল, এখনো সেটি থাকতে হবে। সোমবার (আজ) মন্ত্রিপরিষদের বৈঠক হওয়ার কথা রয়েছে। আমরা অপক্ষো করছি, সরকার কোনো পদক্ষেপ নেয় কি না। এরপর পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।’

অধিকার আদায়ের দাবিতে নিয়মতান্ত্রিক কর্মসূচি চলবে বলে জানান শাহরিয়ার সিদ্দিক। তিনি বলেন, ‘এ জন্য ব্যাংকের কার্যক্রমে কিছুটা সমস্যা হলেও সেটি মেনে নিতে হবে। তা না হলে মেধাবীরা এ প্রতিষ্ঠানে যোগ দেওয়ার আগ্রহ হারাবে। অনেক মেধাবী কর্মকর্তা এ প্রতিষ্ঠান ছেড়ে চলে যাবেন।’

এর আগে একই দাবিতে গত মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকে সংবাদ সম্মেলন করেন ব্যাংকটির কর্মকর্তারা। এতে তাঁরা স্বতন্ত্র পে স্কেলের দাবি করেন। এ ছাড়া ব্যাংকের নির্বাহী পরিচালক পদটি প্রথম গ্রেডে উন্নীত করা ও কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশ পদ, অর্থাৎ সহকারী পরিচালক পদকে অষ্টম গ্রেডে নির্ধারণেরও দাবি জানানো হয়।