প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জিত হবে না : আইএমএফ
চলমান রাজনৈতিক অস্থিরতায় বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জিত হবে না বলে জানিয়েছে সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদল। আজ মঙ্গলবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে এ কথা জানান প্রতিনিধিদলটির প্রধান রদ্রিগো কুবেরা।
রদ্রিগো কুবেরা জানান, চলতি অর্থবছরে জিডিপির লক্ষ্যমাত্রা ৬ থেকে ৬ দশমিক ১-এর মধ্যে থাকতে পারে। বাজেটে প্রবৃদ্ধির এই লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৩ ধরা হয়েছে।
আইএফএম প্রতিনিধিদলের প্রধান জানান, এভাবে চলতে থাকলে অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়বে। নিত্যপণ্যের দামেও প্রভাব পড়বে।
ব্রিফিংয়ে বাংলাদেশে আইএমএফের প্রধান স্টেলা কায়েন্দেরা উপস্থিত ছিলেন।