বিএনআইসির আইপিও আবেদন শুরু ১৭ ফেব্রুয়ারি

Looks like you've blocked notifications!

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানি (বিএনআইসি) লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) শেয়ার পেতে ১৭-২৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএনআইসি অভিহিত মূল্যে এক কোটি ৭৭ লাখ শেয়ার ছেড়ে বিনিয়োগকারীদের কাছ থেকে ১৭ কোটি ৭০ লাখ টাকা সংগ্রহ করবে। এর পর তাদের পরিশোধিত মূলধন ৪৪ কোটি ২৫ লাখ টাকায় উন্নীত হবে।

এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৬৪তম কমিশন সভায় বিএনআইসির আইপিও অনুমোদন দেওয়া হয়। গত বছরের জুন মাসে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) আপত্তির মুখে কোম্পানিটির আইপিও প্রক্রিয়া স্থগিত করেছিল বিএসইসি।

২০১৪ সালের ৩১ জুলাই শেষ হওয়া অর্ধবার্ষিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, অন্যান্য আয় ব্যতীত কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ছিল এক টাকা সাত পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ১৫ টাকা ৬৫ পয়সা।

আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থের একটি অংশ মেয়াদি আমানত হিসেবে জমা রাখবে কোম্পানি। আরেকটি অংশ বিনিয়োগ করা হবে ট্রেজারি বন্ডে। এ ছাড়া কিছু অর্থ আইপিওর কাজে ব্যয় হবে।

বিএনআইসির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ফিন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।