চট্টগ্রামের মেয়র বললেন

রাজস্ব আদায়ে আরো আন্তরিক হোন

Looks like you've blocked notifications!
আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আজ মঙ্গলবার চট্টগ্রাম কাস্টম হাউসে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সিসিসি মেয়র আ জ ম নাছির উদ্দিন। ছবি : এনটিভি

রাজস্ব আদায়ে শুল্ক কর্মকর্তাদের আরো আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) মেয়র আ জ ম নাসির উদ্দিন। 

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আজ মঙ্গলবার চট্টগ্রাম কাস্টম হাউসে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সিসিসি মেয়র এ কথা বলেন। 

আন্তর্জাতিক কাস্টমস দিবসের এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘ডিজিটাল কাস্টমস : প্রগেসিভ এনগেজমেন্ট।’ 

ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের ১৮০টি দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করেছে শুল্ক বিভাগ। এ উপলক্ষে চট্টগ্রাম কাস্টম হাউসে সেমিনার আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এস এ লতিফ এমপি, মেট্রো চেম্বারের সভাপতি খলিলুর রহমান, চিটাগং চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বক্তব্য রাখেন। 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়া।