অর্থমন্ত্রী বললেন

চুক্তিভিত্তিক নিয়োগ ভালো, অভিজ্ঞতা কাজে লাগে

Looks like you've blocked notifications!
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পুরোনো ছবি

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরদের চুক্তিভিত্তিক পুনর্নিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, চুক্তিভিত্তিক নিয়োগ ভালো। এতে অভিজ্ঞতা কাজে লাগানো যায়।  

আজ সোমবার দুপুরে ভুটানের স্পিকার জিগমে জাংপোর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন অর্থমন্ত্রী। এ সময়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

২২ জানুয়ারি থেকে বাংলাদেশ ব্যাংকের চার ডেপুটি গভর্নরের মধ্যে তিনজনের চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হয়েছে। এই তিন ডেপুটি গভর্নর হলেন আবু হেনা মোহাম্মদ রাজি হাসান, শিতাংশু কুমার সুর (এস কে) চৌধুরী ও নাজনীন সুলতানা। তাঁরা ২০১২ সালের জানুয়ারি থেকে এ পদে দায়িত্ব পালন করে আসছিলেন। এদের পুনর্নিয়োগের বিষয়ে চিন্তা করছে অর্থমন্ত্রণালয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের  আজকের কথায়ও এ সিদ্ধন্তের আভাস মিলেছে।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক পুনর্নিয়োগ হয়। এর আগেও এটি হয়েছে।