বিশালাকৃতির হীরার সন্ধান মিলল অ্যাংগোলায়

Looks like you've blocked notifications!

দক্ষিণ আফ্রিকার দেশ অ্যাংগোলার একটি খনিতে বিশাল আকৃতির একটি হীরা (ডায়মন্ড) পাওয়া গেছে। এর ওজন ৪০৪ ক্যারেট।

সিএনএনের খবরে বলা হয়, অ্যাংগোলার রাষ্ট্রায়ত্ত কোম্পানি এনডিয়ামা, অস্ট্রেলিয়ার কোম্পানি লুকাপা ডায়মন্ড ও ব্যক্তি খাতের বিনিয়োগ প্রতিষ্ঠান রোজাস অ্যান্ড পেটালসের অংশীদারত্বের একটি প্রকল্প লুলো ডায়মন্ড প্রকল্প থেকে এই হীরা পাওয়া গেছে।

নিউইয়র্কভিত্তিক হীরার খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইহুডা এই নতুন হীরার রং ও স্বচ্ছতা পরীক্ষা করেছে। তারা বলেছে, এটি একটি নিচ্ছিদ্র হীরা।  

লুকাপা কর্তৃপক্ষ উইকিপিডিয়াকে বলেছে, এই ডায়মন্ডটি পুরোপুরিই রংহীন। এত দিন যত বড় ডায়মন্ড পাওয়া গেছে, তার মধ্যে আকারের দিক থেকে এটি ২৭তম।     

মধ্য অ্যাংগোলায় এক হাজার ১৪৮ বর্গমাইল এলাকাজুড়ে বিস্তৃত লুলো ডায়মন্ড প্রকল্পটি। এ প্রকল্পের ৪০ শতাংশ মালিকানা লুকাপা ডায়মন্ড কোম্পানির।

লুকাপার প্রধান নির্বাহী স্টেফেন ওয়েথেরাল বলেন, ‘আমরা প্রতিনিয়তই বড় বড় হীরা খুঁজে পাওয়ার চেষ্টা করছি।’   

সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি মাসে বসনিয়ায় লুকারা ডায়মন্ড নামের একটি কোম্পানি ১১১১ ক্যারেটের একটি হীরার খণ্ড খুঁজে পায়। এটি আকারের দিক থেকে দ্বিতীয়।

১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায় বিশ্বের সবচেয়ে বড় হীরা। এর নাম কুলিনান ডায়মন্ড, যার ওজন ৩১০৬ ক্যারেট (৬২১.২ গ্রাম)।