ডিএসইতে নিট বিদেশি বিনিয়োগ বেড়েছে ৬%

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নিট বিদেশি বিনিয়োগ চলতি বছরের জানুয়ারিতে আগের মাসের চেয়ে ৬ শতাংশ বেড়েছে। আজ রোববার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে চলতি বছরের জানুয়ারিতে নিট বিদেশি বিনিয়োগ হয়েছে ২২৮ কোটি ২০ লাখ ৬৮ হাজার ২৮৩ কোটি টাকা, যা আগের মাসের চেয়ে প্রায় ৬ শতাংশ বেশি। গত ডিসেম্বরে নিট বিদেশি বিনিয়োগ হয়েছিল ২১৫ কোটি ৯৭ লাখ ৬৬ হাজার ২৫১ টাকা।
গত ডিসেম্বরে বিদেশি বিনিয়োগকারীরা ডিএসইতে সিকিউরিটি কেনেন ৪১০ কোটি ৩৬ লাখ ৩৩ হাজার ৭৬৩ টাকার। বিপরীতে সিকিউরিটি বিক্রি করেন ১৯৪ কোটি ৩৮ লাখ ৬৭ হাজার ৫১২ টাকার। বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেনের পরিমাণ ছিল ৬০৪ কোটি ৭৫ লাখ এক হাজার ২৭৫ টাকা।
গত জানুয়ারিতে বিদেশি বিনিয়োগকারীরা ৩৬৫ কোটি চার লাখ ১৮ হাজার ৭০৪ টাকার সিকিউরিটি কেনার বিপরীতে বিক্রি করেন ১৩৬ কোটি ৮৩ লাখ ৫০ হাজার ৪২১ টাকার। এ মাসে বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেনের পরিমাণ ৫০১ কোটি ৮৭ লাখ ৬৯ হাজার ১২৫ টাকা।
২০১৪ সালে মোট বিদেশি বিনিয়োগকারীদের লেনদেনের পরিমাণ দাঁড়ায় ছয় হাজার ২০৫ কোটি টাকা। এর মধ্যে বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার কেনেন চার হাজার ৪০৬ কোটি টাকার। এর বিপরীতে তাঁরা বিক্রি করেন এক হাজার ৭৯৮ কোটি টাকার সিকিউরিটি ও মিউচুয়াল ফান্ড। এতে নিট বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় দুই হাজার ৬০৮ কোটি টাকা।