ডরিন পাওয়ারের আইপিও লটারির ড্র আজ

Looks like you've blocked notifications!

ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) শেয়ার বরাদ্দের জন্য লটারির ড্র আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। কোম্পানির আইপিওতে চাহিদার প্রায় ১২ গুণ আবেদন জমা পড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির আইপিওর চাঁদা গ্রহণ করার কথা ছিল ৮-১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু উচ্চ কয়েকজন বিনিয়োগকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে আইপিও প্রক্রিয়া স্থগিত করেন আদালত। তবে কোম্পানি কর্তৃপক্ষ ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষ থেকে আপিল করা হলে উচ্চ আদালতের রায় চার সপ্তাহের জন্য স্থগিত করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর পর আইপিওর চাঁদা গ্রহণে কোম্পানিটিকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেয় নিয়ন্ত্রক সংস্থা।

গত বছরের ৩০ নভেম্বর বিএসইসির ৫৬০তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়।

কোম্পানিটি শেয়ারবাজারে দুই কোটি শেয়ার ছেড়ে ৫৮ কোটি টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা। এর সঙ্গে ১৯ টাকা প্রিমিয়াম নেওয়া হবে। সব মিলিয়ে ২৯ টাকা দামে শেয়ার বিক্রি করা হবে।

গত পাঁচ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি গড় আয় দাঁড়িয়েছে তিন টাকা ১৯ পয়সা।

২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ৩৪ টাকা ৮৭ পয়সা।

কোম্পানি কর্তৃপক্ষ শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহ করে তাদের দুটি সহযোগী প্রতিষ্ঠানের পাওয়ার প্ল্যান্ট স্থাপন, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিওর খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে অ্যালায়েন্স ফিন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।