চার বছরের জন্য গভর্নর হলেন ফজলে কবির

Looks like you've blocked notifications!
ফজলে কবির। ছবি : ফোকাস বাংলা

বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেলেন ফজলে কবির। আজ বুধবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. জসিমউদ্দিন খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকারের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব এবং সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফজলে কবিরকে বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২-এর ১০ (৫) ধারা অনুযায়ী বর্তমান পদ এবং অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে পরবর্তী চার বছর মেয়াদে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।’

প্রজ্ঞাপনে আরো বলা হয়, চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

চলতি মাসেই ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি যাওয়ার ঘটনাটি প্রকাশিত হয়। গতকাল মঙ্গলবার গভর্নর পদ থেকে সরে দাঁড়ান ড. আতিউর রহমান।