নতুন গভর্নরকে অভিনন্দন

পোশাক শ্রমিকদের আবাসন তহবিল গঠনে সহায়তা করবে এফবিসিসিআই

Looks like you've blocked notifications!

তৈরি পোশাক শ্রমিকদের আবাসনে গৃহায়ন তহবিল গঠন কার্যক্রমে বাংলাদেশ ব্যাংককে সহায়তা করতে আগ্রহী দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

আজ সোমবার কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর ফজলে কবীরকে পাঠানো এক অভিনন্দনবার্তায় এ কথা জানান সংগঠনের সভাপতি আবদুল মাতলুব আহমাদ। এ সময় দেশের ব্যাংক খাতে শৃঙ্খলা বজায় রাখা ও সার্বিক অর্থনৈতিক উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন তিনি।

বার্তায় অভিনন্দন জানিয়ে পরিচালনা পর্ষদের পক্ষে সংগঠনের সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, ‘নবনিযুক্ত গভর্নর মো. ফজলে কবীর, এনডিসি একজন দক্ষ ও কর্মনিষ্ঠ কর্মকর্তা। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে অত্যন্ত প্রশংসার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ সাবেক সিনিয়র অর্থসচিব হিসেবে ও সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবেও ফজলে কবীর দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।’

মাতলুব আহমাদ আরো বলেন, ‘দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন হিসেবে এফবিসিসিআইয়ের বর্তমান পরিচালনা পর্ষদ দেশের ব্যাংকগুলোর ঋণের সুদের হার ‘সিঙ্গেল ডিজিট’-এ নামিয়ে আনতে জোরালোভাবে কাজ করে যাচ্ছে। এফবিসিসিআই ও বাংলাদেশ ব্যাংকের যৌথ প্রচেষ্টায় ব্যাংকঋণের সুদের হার অনেক ক্ষেত্রে ‘সিঙ্গেল ডিজিট’-এ নেমেছে। বেশ কিছুদিন ধরে দেশের মূল্যস্ফীতি বেশ নিয়ন্ত্রণে রয়েছে। এ সুবিধা কাজে লাগিয়ে এফবিসিসিআই ও বাংলাদেশ ব্যাংকের কার্যকর প্রচেষ্টায় ঋণের সুদের হার আরো নামিয়ে আনা সম্ভব হবে।’

দেশের এসএমই খাতের দ্রুত উন্নয়ন, মহিলা উদ্যোক্তা উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ‘নন-পারফর্মিং লোনসমূহ’-এর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তারা সহায়তা করবে। এ ছাড়া তৈরি পোশাক খাতের শ্রমিকদের আবাসন নিশ্চিত কতে দ্রুত গৃহায়ন তহবিলের কার্যক্রম শুরুর বিষয়েও এফবিসিসিআই বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কাজ করতে আগ্রহী বলেও জানান মাতলুব আহমাদ। 

অভিনন্দনবার্তায় এফবিসিসিআই আরো উল্লেখ করে, ‘নবনিযুক্ত গভর্নরের প্রজ্ঞা, দূরদর্শিতা এবং গতিশীল নেতৃত্বে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম আরো আধুনিক, বলিষ্ঠ ও কল্যাণমুখী হবে। দেশের ব্যাংকিং খাতের শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে নতুন গভর্নরের দীর্ঘ অভিজ্ঞতা বিশেষ অবদান রাখবে। এ ক্ষেত্রে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে নবনিযুক্ত গভর্নরকে সব ধরনের সহযোগিতা করা হবে।’