ক্ষুদ্র শিল্পকে এগিয়ে নেওয়ার সময় এসেছে : মাতলুব

Looks like you've blocked notifications!
মাতলুব আহমাদের পুরোনো ছবি

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেছেন, ‘থাইল্যান্ড, কোরিয়া, ভারত ক্ষুদ্র ব্যবসায়ের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। তাই আমাদেরও এখন ক্ষুদ্র শিল্পকে এগিয়ে নেওয়ার সময় এসেছে।’

আজ বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে (২০১৬-১৭) অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভায় মাতলুব আহমাদ এ কথা বলেন। রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় দেশের নির্মাণ ক্ষুদ্র, মাঝা‌রি ও বৃহৎ শিল্প খাতের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এন‌বিআর চেয়ারম্যান মো. ন‌জিবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভায় আরো উপস্থিত ছিলেন এনবিআর সদস্য (শুল্ক : নীতি) মো. ফরিদ উদ্দিন।

এনবিআরের উদ্দেশে মাতলুব আহমাদ বলেন, যাঁরা ট্যাক্স দেন তাঁদের হয়রানি না করে ট্যাক্সের আওতা বাড়ানো প্রয়োজন। তবে আগামীতে ভ্যাট অনলাইন আসছে, তখন হয়রানি কমবে বলেও আশা করেন এই ব্যবসায়ী নেতা।

মাতলুব আহমাদ বলেন, বন্ড মিস ইউজের ব্যাপারে সবাই অ্যালার্ট। ব্যবসায়ীরা এটা চাচ্ছেন না। বন্ড মিস ইউজের কারণে ব্যবসায়ীরা বীরের মতো ব্যবসা করতে পারছেন না।

ব্যবসায়ীদের উদ্দেশে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, দেশের অর্থনীতিতে যে গতি এসেছে, এটাকে ব্যবসাবান্ধব করার জন্য আপনাদের সঙ্গে আজকের এ আলোচনা। আগামী ২৮ এপ্রিল অর্থমন্ত্রীর সঙ্গে পরামর্শ সভায় এ বিষয়গুলো তুলে ধরা হবে।

ঘড়ি আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ ওয়াচ ইম্পোর্টার্স, অ্যাসোম্বালার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি এম কাউসার উজ জামান বলেন, ‘ক্ষুদ্র শিল্পের বিকাশের স্বার্থে আমরা কাজ করি। আমরা কুটির শিল্পভিক্তিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছি। তাই আমাদের প্রতিষ্ঠানগুলোকে ভ্যাটের আওতামুক্ত রাখার প্রস্তাব করছি।’

সভায় বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি শামীম আহমেদ বলেন, আন্তর্জাতিক বাজারের তুলনায় দেশীয় বাজারে ফিনিস্ট প্রোডাক্টের দাম কম। তাই এটার ওপর নজর দিতে হবে।

বাংলাদেশ গ্লাস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হোসেন আলমগীর বলেন, স্থানীয় শিল্পের সঙ্গে আমদানি শুল্ক হার বৈষম্য সহনীয় মাত্রায় রাখতে আমদানি শুল্ক ২৫ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ করা জরুরি।

সভায় বাংলাদেশ বিড়ি শিল্পমালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, ঐতিহাসিকভাবে বিড়িশিল্প বৈষম্যের শিকার। বিড়ির ওপর আরোপিত অগ্রিম আয়কর বাতিল করা প্রভৃতি বিষয় তুলে ধরা হয়।

প্রাক-বাজেট আলোচনায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি আবদুল আহাদ, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সহসভাপতি রবিউল হক। বাংলাদেশ অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশেনের চেয়ারম্যান এস কে মাসুদুল আলম মাসুদ, বাংলাদেশ স্টেইনলেস স্টিল পাইপ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রাশেদ ভূঁইয়া, বাংলাদেশ শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বোরহান উদ্দিন চৌধুরী প্রমুখ।