ডেল্টা স্পিনার্সের আয় কমেছে ৫৪%

চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে (গত বছরের জুলাই-ডিসেম্বর) শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ডেল্টা স্পিনার্সের মুনাফা বাড়লেও আয় কমেছে ৫৪ শতাংশ। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি বছরের অর্ধবার্ষিকে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা (অনিয়ন্ত্রিত সুদ ব্যতীত) হয়েছে তিন কোটি ৩১ লাখ ৭০ হাজার টাকা এবং সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৯ পয়সা। তবে আগের হিসাব বছরের প্রথম ছয় মাসে কর-পরবর্তী নিট মুনাফা হয় দুই কোটি ৯১ লাখ ১০ হাজার টাকা ও ইপিএস ৬৩ পয়সা।
অন্যদিকে, চলতি হিসাব বছরের অক্টোবর-ডিসেম্বর পর্যন্ত সময়ে এর কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে দুই কোটি এক লাখ ৯০ হাজার টাকা ও ইপিএস ১৫ পয়সা। আগের হিসাব বছরের এ তিন মাসে মুনাফা হয়েছিল এক কোটি ৫৭ লাখ টাকা ও ইপিএস ৩৪ পয়সা।
প্রথম প্রান্তিকেও (গত বছরের জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির মুনাফা বাড়লেও শেয়ারপ্রতি আয় কমেছে।
২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, এ হিসাব কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে সাড়ে ছয় কোটি টাকা, ইপিএস এক টাকা ৪১ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ২৭ টাকা ২০ পয়সা।
আয় কমার প্রভাবে আজ দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে এ শেয়ারের দামেও রয়েছে নিম্নগামী প্রবণতা। গতকাল রোববার লেনদেন শেষে এর দাম দাঁড়ায় ১২ টাকা ৯০ পয়সা, যা গত এক মাসের মধ্যে সর্বনিম্ন।