ভিয়েতনামে কোটামুক্ত পণ্যের প্রবেশাধিকার দাবি এফবিসিসিআইয়ের
ভিয়েতনামের বাজারে পণ্যের কোটামুক্ত প্রবেশাধিকার দাবি করেছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। আজ সোমবার ভিয়েতনামের ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে সাক্ষাৎকালে এ বিষয়ে কথা বলেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, রাজধানীতে এফবিসিসিআইয়ের কার্যালয়ে আলোচনা সভায় ভিয়েতনামের সাত সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দেশটির শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী হোয়াং কোয়াক ভোয়াং। বৈঠকে দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য সুযোগ বাড়ানোর লক্ষ্যে আলোচনা হয়।
উন্নতমানের চামড়াজাত পণ্য, সিরামিক, প্লাস্টিক, বস্ত্র এবং ওষুধ ও রাসায়নিক সামগ্রী বাংলাদেশ থেকে ভিয়েতনামে যেতে পারে বলে জানান এফবিসিসিআইয়ের সভাপতি। তিনি বলেন, ‘বাণিজ্য ভারসাম্য রাখার বিষয়ে ভিয়েতনাম ইতিবাচক। এ ক্ষেত্রে বাণিজ্য বাড়াতে প্রয়োজন শুল্কমুক্ত সুবিধার অনুমতি।’
দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমবে বলে আশা প্রকাশ করেন কাজী আকরাম।
অনানুষ্ঠানিক এক বক্তব্যে ভিয়েতনামের উপমন্ত্রী বলেন, ‘দুই দেশের বাণিজ্য ঢাকা-হ্যানয় সরাসরি বিমান যোগাযোগ করতে হবে। পাশাপাশি ভিসা প্রক্রিয়া সহজতর করতে হবে।’
উপমন্ত্রীর বাংলাদেশ সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে বন্ধন আরো জোরালো হবে বলে মনে করেন হোয়াং কোয়াক ভোয়াং।
ঢাকায় নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত নিগুয়িন কোয়াং থুক, দেশটির শিল্প ও বাণিজ্যবিষয়ক দক্ষিণ-পশ্চিম ও আফ্রিকা অঞ্চলের উপপরিচালক দো হু হুয়াই, এফবিসিসিআইর প্রথম ভাইস প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী ও ভাইস প্রেসিডেন্ট এম হেলাল উদ্দিন বৈঠকে উপস্থিত ছিলেন।
হ্যানয়ের আরো বিনিয়োগ চায় ঢাকা
বাংলাদেশে আরো বিনিয়োগের জন্য ভিয়েতনামের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে কৃষিযন্ত্র ও উপাদান উৎপাদনে তাদের বিভিন্ন সুযোগ-সুবিধার আশ্বাস দেওয়া হয়েছে।
বাসসের প্রতিবেদনে বলা হয়েছে, আজ বাণিজ্য মন্ত্রণালয়ে ভিয়েতনাম-বাংলাদেশের বাণিজ্যবিষয়ক যৌথ কমিটির প্রথম বৈঠকে এ কথা বলা হয়।
দুই দিনব্যাপী বৈঠকের শেষ দিনে বাংলাদেশ বিদেশি বিনিয়োগকারীদের জন্য উদার বিনিয়োগনীতি ও আকর্ষণীয় বিভিন্ন সুবিধা দেওয়ার কথা বলে।
বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল মামুন বাংলাদেশি প্রতিনিধিদের নেতৃত্ব দেন।