এভিন্স টেক্সটাইলসের আইপিও আবেদন শুরু ২ মে

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজারে মূলধন সংগ্রহের অনুমোদন পাওয়া এভিন্স টেক্সটাইলস লিমিটেডের আইপিও আবেদন গ্রহণ চলবে আগামী ২-১২ মে পর্যন্ত। আইপিও শেয়ার পেতে সব ধরনের বিনিয়োগকারীকে এ সময়ের মধ্যে আবেদন করতে হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৬৯তম সভায় এভিন্স টেক্সটাইলসের আইপিও অনুমোদন দেওয়া হয়।
এভিন্স টেক্সটাইলস কোনো প্রিমিয়াম ছাড়া ১০ টাকা ইস্যুমূল্যে এক কোটি ৭০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ১৭ কোটি টাকা সংগ্রহ করবে। সংগৃহীত অর্থ দিয়ে প্রতিষ্ঠানের যন্ত্রপাতি ক্রয়, ভবন নির্মাণ, চলতি মূলধন ও আইপিও খরচ খাতে ব্যয় করা হবে।
২০১৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৬২ পয়সা ও শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ১৭ টাকা ৬২ পয়সা।
শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহ করা এভিন্স গ্রুপের দ্বিতীয় কোম্পানি এভিন্স টেক্সটাইলস। এর আগে ২০১৩ সালে এই গ্রুপের আর্গন ডেনিমস লিমিটেড দেশের দুই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।