২০০ কোটি টাকার বন্ড ছাড়বে ইন্টারন্যাশনাল লিজিং

Looks like you've blocked notifications!

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিস লিমিটেডের (আইএলএফএসএল) পরিচালনা পর্ষদ ২০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে সাব-অর্ডিনেটেড বন্ড ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলেই কোম্পানিটি বন্ড ইস্যু করবে।

২০১৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরে ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা দিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। এ সময় কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা হয়েছে ১২ কোটি ২৫ লাখ ৫০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় ৭২ পয়সা ও শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য দাঁড়িয়েছে ১২ টাকা ৮২ পয়সা।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৬ মে বেলা ১১টায় রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ মে।