অনুমোদিত মূলধন দ্বিগুণ করবে ড্রাগন সোয়েটার

Looks like you've blocked notifications!

বস্ত্র খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য শেয়ারহোল্ডারদের অনুমোদন পেতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

বর্তমানে ড্রাগন সোয়েটারের অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা,  শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রণকারী সংস্থার অনুমোদন পেলে তা ৩০০ কোটি টাকায় উন্নীত করা হবে। 

২০১৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে কোম্পানিটি। 

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ২০১৫ সালের ৩১ ডিসেম্বর হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৬৮ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয় এক টাকা ৪৮ পয়সা। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৪৭ পয়সা।

রাজধানীর মালিবাগের ইমপেরিয়াল কনভেনশন সেন্টারে আগামী ২৭ জুন কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা  (ইজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ মে।