রপ্তানি ৩৪০০ কোটি ডলার ছাড়াবে : বাণিজ্যমন্ত্রী

Looks like you've blocked notifications!
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ফাইল ছবি

চলতি অর্থবছরে (২০১৫-১৬) সামগ্রিক রপ্তানির লক্ষ্যমাত্রা তিন হাজার ৩৫০ কোটি ডলার। তবে তা তিন হাজার ৪০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে অভিমত ব্যক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। 

বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সমিতির (বিজিএমইএ) চার সাবেক সভাপতির সংবর্ধনা অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এ আশা ব্যক্ত করেন। রাজধানীর বিজিএমইএ ভবনে গতকাল শনিবার রাতে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘চলতি বছর ৩৩ দশমিক ৫ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা রয়েছে। আমার ধারণা, তা টার্গেট ছাড়িয়ে ৩৪ বিলিয়ন ডলারের বেশি হবে। আর এটা করবেন আপনারা (পোশাক ব্যবসায়ীরা)। এ ক্ষেত্রে আপনাদের সুযোগ-সুবিধা যাতে বাধাগ্রস্ত না হয়, সেদিকে অবশ্যই লক্ষ রাখা হবে।’ 

দেশের তৈরি পোশাক কারখানার পরিবেশ অনেক উন্নত হয়েছে বলে মনে করেন তোফায়েল আহমেদ। 

রান্না প্লাজাকে একটি দুর্ঘটনা উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, ‘রানা প্লাজা ইজ অ্যান্ড অ্যাক্সিডেন্ট। রানা প্লাজা নিয়ে দেশে যে প্রচার হয়েছে, তা কাম্য নয়। এমনকি তিন বছর পরও সেই পুরোনো জিনিসগুলো আবার যেভাবে দেখানো হয়েছে, তা কোনো দেশ করবে না। বিশ্বে অনেক বড় বড় হতাহতের ঘটনা একদিনের বেশি দ্বিতীয় দিন দেখায় না। সেখানে ১৭ দিন এ ঘটনা লাইভ দেখানো হয়েছে।

রানা প্লাজা ট্র্যাজেডি ইজ নাথিং, এটা ওয়েক আপ কল ছিল।’

ভ্যাট সম্পর্কে ব্যবসায়ীদের দাবি বিবেচনার আশ্বাস দিয়ে তোফায়েল আহমেদ বলেন, ‘ভ্যাট সম্পর্কে সতকর্তার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। কোনো কিছু যেন চাপিয়ে দেওয়া না হয়। মুখ্য উদ্দেশ্য হবে দেশের শিল্পকে রক্ষা করা।’

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ‘রোববার (আজ) অর্থমন্ত্রীর উপস্থিতিতে ভ্যাট বিষয়ে আলোচনা হবে। সেখানে বাণিজ্যমন্ত্রী হিসেবে ব্যবসাবন্ধব ভ্যাট নীতি প্রণয়নের দাবি জানাব।’

হা-মীম গ্রুপের চেয়ারম্যান এ. কে. আজাদ বলেন, ‘দেশের তৈরি পোশাকশিল্প চ্যালেঞ্জের মধ্যে দিন পার করছে। এখন প্রতিটি ক্রেতা নতুন নতুন শর্ত জুড়ে দিচ্ছে। এখন পোশাক খাতের যে অগ্রগতি, তা মূলত গত পাঁচ বছর আগের কাজের সুফল। এখন যে পরিস্থিতি বিরাজ করছে, তার প্রভাব লক্ষ করা যাবে আরো তিন-চার বছর পর। সে পরিস্থিতি বিবেচনা করে আমাদের এখনই করণীয় নির্ধারণ করে পদক্ষেপ নিতে হবে।’

আবদুস সালাম মুর্শেদী বলেন, ‘পোশাক খাত নিয়ে ভাবার সময় এসেছে। তেলের দাম আন্তর্জাতিক বাজারে কমে এসেছে। আমাদের দেশে এক বছর পর যদিও ১০ টাকা কমেছে। আমরা এখনো বেশি দামে তেল কেনায় আন্তর্জাতিক বাজারে দামের দিক দিয়ে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। সরকার আগামী বাজেটে করের বোঝা কমিয়ে দিলে ২০২১ সালে ৫০ বিলিয়ন ডলারের রপ্তানির যে লক্ষ্যমাত্রা ঠিক করেছে, তা অর্জিত হবে। তবে এ খাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ করতে হবে। আগামী বাজেটে শুধু উৎপাদনমুখী শিল্পের জন্য ২০-২৫ শতাংশ গ্যাস ও বিদ্যুৎ রিজার্ভ রাখতে হবে।’

সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ বিজিএমইএর চার সাবেক সভাপতিকে সংবর্ধনা জানানো হয়। তাঁরা হলেন—ঢাকা উত্তর সিটির বর্তমান মেয়র আনিসুল হক, বাংলাদেশ শিল্প বণিক সমিতি ফেডারেশনের জ্যেষ্ঠ সহসভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাতি এ. কে. আজাদ। 

এ সময় অন্যান্যের মধ্যে বিজিএমইএর বর্তমান সভাপতি সিদ্দিকুর রহমান, সাবেক সভাপতি আতিকুল ইসলাম, আনিসুর রহমান সিনহা প্রমুখ উপস্থিত ছিলেন।