তিতাস গ্যাসকে তথ্যসেবা দেবে বাংলালিংক
তিতাস গ্যাস টিঅ্যান্ডটি কোম্পানি লিমিটেড ও বাংলালিংকের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে। সম্প্রতি গুলশানে বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগার্স ডেনে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ চুক্তির ফলে বাংলালিংক আগামী পাঁচ বছর তিতাস গ্যাস লিমিটেডকে ভয়েস কল, থ্রিজি সার্ভিস ও এসএমএস সেবা দেবে।
চুক্তিপত্রে সই করেন বাংলালিংকের হেড অব বিটুবি বিজনেস নাসার ইউসুফ ও তিতাস গ্যাস টিঅ্যান্ডটি কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক মুশতাক আহমেদ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলালিংকের এমডি ও সিইও এরিক অস, তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মীর মশিউর রহমানসহ উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নেদারল্যান্ডসভিত্তিক ভিমপেলকম লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান হচ্ছে বাংলালিংক। বর্তমানে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর এটি। তিন কোটি ২০ লাখের বেশি বাংলালিংকের গ্রাহক রয়েছে।