সেভেনটি ওয়ান পিক্সের আলোকচিত্র বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
সেভেনটি ওয়ান পিক্স ডটকম (71Pix.com) আয়োজিত সাপ্তাহিক আলোকচিত্র প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। অনলাইনে আলোকচিত্র কেনার সেবা দিয়ে থাকে সেভেনটি ওয়ান পিক্স।
মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়েছে ২৫ মার্চ।
তথ্যপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠান অরেঞ্জ (বিডি) লিমিটেডের সৌজন্যে রাজধানীর কারওয়ান বাজারে সেভেনটি ওয়ান পিক্সের প্রধান কার্যালয়ে পুরস্কার বিতরণ করা হয়।
সাপ্তাহিক আলোকচিত্র প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন দেশের সিনে আলোকচিত্রী আনোয়ার হোসেন এবং সেভেনটি ওয়ান পিক্সের প্রধান আলোকচিত্রী ইকবাল সোহেল।
ভিউয়ার চয়েজ বিভাগে দ্বিতীয় সপ্তাহে ভিউয়ারদের ভোটে বিজয়ী হন সাইফুল হক। দ্বিতীয় সপ্তাহের প্রথম ও দ্বিতীয় পুরস্কার বিজয়ী হন জিয়াউল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনে আলোকচিত্রী আনোয়ার হোসেন, অরেঞ্জ বিডির পরিচালক মো. নূরুজ্জামান, পরিচালক মো. হাফিজ আহমেদ।