পুঁজিবাজারের বিধি নিয়ে আইসিএমএবির কর্মশালা অনুষ্ঠিত

Looks like you've blocked notifications!
রাজধানীর নীলক্ষেতে আইসিএমএবির রুহুল কুদ্দুস অডিটরিয়ামে সম্প্রতি পুঁজিবাজার সম্পর্কিত বিধির ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন আইসিএমএবির সভাপতি আরিফ খান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) রুলস, ২০১৫-এর ওপর এক কর্মশালা সম্প্রতি রাজধানীর নীলক্ষেতে আইসিএমএবির রুহুল কুদ্দুস অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) উদ্যোগে ট্রেনিং প্রোগ্রামের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী।

অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশন (পাবলিক ইসু) রুলস, ২০১৫ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপারস্টার গ্রুপের গ্রুপ সিএফও ও কোম্পানি সেক্রেটারি মো. শফিকুল আলম এফসিএমএ।

প্রবন্ধের বিষয়ে ব্যাখ্যা তুলে ধরেন বিএসইসির কমিশনার প্রফেসর ড. স্বপন কুমার বালা।

কর্মশালায় সভাপতিত্ব করেন আইসিএমএবির সভাপতি আরিফ খান।

স্বাগত বক্তব্য দেন আইসিএমএবির ট্রেনিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সেলিম। ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য দেন সহসভাপতি জামাল আহমেদ চৌধুরী।

কর্মশালায় আইসিএমএবির ফেলো ও অ্যাসোসিয়েট সদস্য ও ছাত্রছাত্রীরা অংশ নেন।