ফার্স্ট ফিন্যান্সের এজিএম আজ

Looks like you've blocked notifications!

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ফার্স্ট ফিন্যান্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর ট্রস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ফার্স্ট ফিন্যান্সের পরিচালনা পর্ষদ ২০১৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। প্রতিবেদন অনুসারে, এই হিসাব বছরে কোম্পানিটির প্রকৃত মুনাফা হয়েছে ৯৩ লাখ ৭০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় আট পয়সা ও শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৩ টাকা সাত পয়সা।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটির পর্ষদ ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দিয়েছিল।

২০০৩ সালের শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ফার্স্ট ফিন্যান্স। বর্তমানে কোম্পানিটি জেড ক্যাটাগরির অন্তর্ভুক্ত।

গত এক মাসের মধ্যে এ কোম্পানির শেয়ার সর্বনিম্ন ছয় টাকা ২০ পয়সা ও সর্বোচ্চ ছয় টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।