বিডি থাই অ্যালুমিনিয়ামের রাইট শেয়ার অনুমোদন

Looks like you've blocked notifications!

বিডি থাই অ্যালুমিনিয়ামের রাইট শেয়ার ছেড়ে মূলধন সংগ্রহের প্রস্তাব বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন দিয়েছে। সংগৃহীত অর্থ দিয়ে কোম্পানিটি ঋণ পরিশোধ ও উৎপাদন সক্ষমতা বাড়াবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত কোম্পানির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিডি থাই অ্যালুমিনিয়াম শেয়ারবাজারে ১০ টাকা অভিহিত মূল্যের পাঁচ কোটি ২৩ লাখ ৩৫ হাজার ২৮টি শেয়ার ১ : ১ অনুপাতে ছেড়ে ৫২ কোটি ৩৩ লাখ ৫০ হাজার ২৮০ টাকা সংগ্রহ করবে।

গত এক মাসের মধ্যে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ৩৩ টাকা ৫০ পয়সা ও সর্বোচ্চ ৩৬ টাকা ৪০ পয়সার মধ্যে লেনদেন হয়।

১৯৯০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিডি থাই কোম্পানির বর্তমানে অনুমোদিত মূলধনের পরিমাণ ২০০ কোটি টাকা। এ কোম্পানির পরিশোধিত মূলধনের পরিমাণ ৫২ কোটি ৩৩ লাখ ৫০ হাজার টাকা।