ক্ষুদ্রঋণের ধারণা সফলভাবে কাজ করছে : অর্থমন্ত্রী

Looks like you've blocked notifications!
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

ক্ষুদ্রঋণের ধারণার সাফল্য অনস্বীকার্য। নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানে ক্ষুদ্রঋণ উল্লেখযোগ্য অবদান রাখছে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। 

আজ বুধবার রাজধানীর শেলেবাংলানগরে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবনে ‘অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্রঋণের প্রসার’ শীর্ষক দুদিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন অর্থমন্ত্রী।
 
পিকেএসএফ, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইন্ডিয়ান ওশ্যান রিম অ্যাসোসিয়েশন যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম। অর্থমন্ত্রী ছাড়াও সংস্থাটির চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ কর্মশালায় বক্তব্য রাখেন।
 
অর্থমন্ত্রী বলেন, ‘ক্ষুদ্রঋণের নতুন ধারণায় ড. ইউনূসের অবদান রয়েছে। তবে ক্ষুদ্রঋণ প্রসারে পিকেএসএফ বড় অবদান রাখছে। নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্রঋণের ধারণাটি সফলভাবে কাজ করেছে।’ 

মুহিত বলেন, ‘ক্ষুদ্রঋণ ব্যবস্থা নিয়ে গবেষণার পাশাপাশি ঋণদাতাদের উৎসাহ জোগাতে কাজ করছে পিকেএসএফ। ক্ষুদ্রঋণের আদর্শ পদ্ধতি অনুসরণে এই প্রতিষ্ঠানটি শুরু থেকে কাজ করে যাচ্ছে।’ 

ক্ষুদ্রঋণের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এ বিষয়ে অধিকতর গবেষণার ওপর গুরুত্ব দেন অর্থমন্ত্রী। 

সাম্প্রতিক সময়ে পরিচালিত এক জরিপের তথ্য তুলে ধরে মুহিত বলেন, ‘গবেষণার ফলাফলে দেখা গেছে, ক্ষুদ্রঋণ গ্রহণকারী মাত্র ৯ দশমিক ৪ শতাংশ গ্রাহক দারিদ্র্যসীমার ওপরে উঠে আসতে সক্ষম হয়েছে। ক্ষুদ্রঋণের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে হলে আবশ্যকীয় সেবা দিতে হবে।’