জুনে স্যামসাং মোবাইল বিক্রিতে শতকোটি টাকা অতিক্রম করল এক্সেল

এক্সেল টেলিকম (প্রা.) লিমিটেড চলতি জুন মাসে ১০০ কোটি টাকার বেশি স্যামসাং মোবাইল হ্যান্ডসেট বিক্রি করেছে। এ উপলক্ষে কেক কাটেন এক্সেল পরিবারের সদস্যরা। ছবি : এনটিভি
এক্সেল টেলিকম (প্রা.) লিমিটেড চলতি জুন মাসে ১০০ কোটি টাকার বেশি স্যামসাং মোবাইল হ্যান্ডসেট বিক্রি করেছে।
আজ বুধবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এক্সেল টেলিকম (প্রা.) লিমিটেড কর্তৃপক্ষ এ সাফল্যের জন্য এক্সেল পরিবারের সব সদস্য, স্যামসাং কর্তৃপক্ষ, এক্সেল পার্টনারস ও এর সব শুভানুধ্যায়ীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
পাশাপাশি আগামী দিনগুলোতেও যাতে এই সাফল্যের ধারা অব্যাহত থাকে, সে জন্য সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাহউদ্দিন আলমগীরসহ এক্সেল পরিবারের সদস্যরা।