আরএকে সিরামিকসের ২৫% নগদ লভ্যাংশ ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকস লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫৬ কোটি ২৭ লাখ ৯০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) এক টাকা ৬৭ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১৭ টাকা ৫৭ পয়সা ও শেয়ারপ্রতি নগদ তারল্যপ্রবাহ (এনওসিএফ) এক টাকা ৮৪ পয়সা। ২০১৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা ছিল ৬৮ কোটি ২৪ লাখ ১০ হাজার টাকা, ইপিএস দুই টাকা তিন পয়সা, শেয়ারপ্রতি এনএভি ১৮ টাকা ৯৯ পয়সা ও এনওসিএফ দুই টাকা ৬৬ পয়সা।
কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আরএকে মসফ্লাইয়ে আরএকে সিরামিকসের ধারণকৃত মোট শেয়ার ড. এম এ মালেকের কাছে বিক্রি করা হবে। আরএকে মসফ্লাইয়ে আরএকে সিরামিকসের ধারণকৃত মোট শেয়ার এক লাখ ৯২ হাজার ৫০০টি। প্রতিটি ১০০ টাকা করে এক কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকায় উল্লিখিত-সংখ্যক শেয়ার বিক্রি করা হবে। এরই মধ্যে কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ বিষয়ে অনুমোদন দিয়েছে। তবে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পেলেই তা চূড়ান্ত হবে।
ডিএসই সূত্রে আরো জানা গেছে, কোম্পানিটির সংঘ স্মারকে পরিচালনা পর্ষদের বোর্ডসভায় হাজিরা ফি-সংক্রান্ত ৯০ নম্বর অনুচ্ছেদটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদনসাপেক্ষে সংশোধন ও পরিবর্তন করা হবে। এ ছাড়া সংঘ স্মারকের ১০৬ নম্বর অনুচ্ছেদ এর পরের পর্ষদ সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের বিষয়টি শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়ার পর সংযোজন করা হবে।
কোম্পানিটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ মার্চ সকাল ১০টা ও সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। এসব সভা আয়োজন করা হবে রাজধানীর খিলক্ষেতে পূর্বাচল লিংক রোডে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে। এ সংশ্লিষ্ট রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ ফেব্রুয়ারি।
আরএকে সিরামিকসের শেয়ারদর গত এক মাসের বেশির ভাগ কার্যদিবসে কমেছে। গত এক মাসে এর সর্বনিম্ন দর ছিল ৫১ টাকা ৯০ পয়সা ও সর্বোচ্চ ৬০ টাকা ২০ পয়সা।
২০১০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির আরএকে সিরামিকসের বর্তমানে অনুমোদিত মূলধনের পরিমাণ ৬০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৩৩৬ কোটি ৯০ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ৯৭ কোটি ৩৮ লাখ টাকা। বাজারে মোট শেয়ার ৩৩ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ৬১০টি; যার মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৭৭ দশমিক ৮২ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারী ১০ দশমিক ৪৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারী ১১ দশমিক ৭৩ শতাংশ। সর্বশেষ প্রান্তিকের প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ৩১ দশমিক ৩১।