৪৮% শতাংশ শেয়ারের দাম বেড়েছে
টানা পতনের পর দুই কার্যদিবস শেয়ারবাজারে মূল্যসূচকের ঊর্ধ্বগতি দেখা গেছে। বেশির ভাগ শেয়ারের দাম অনেকাংশে কমে যাওয়ায় ক্রয়াদেশ বাড়িয়েছেন বিনিয়োগকারীরা। এতে দেশের দুই শেয়ারবাজারেই আজ বুধবার সব ধরনের সূচক বাড়ে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া সিকিউরিটির মধ্যে দাম বেড়েছে ৪৮ শতাংশের। লেনদেন বেড়েছে নয় কোটি ২৭ লাখ টাকা।
রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতায় দেশের অর্থনীতির সব খাতেই বড় ধরনের বিপর্যয় হয়েছে। সরবরাহে ব্যাঘাত ঘটায় আমদানি-রপ্তানি খাতের প্রতিষ্ঠানগুলো মুখ থুবড়ে পড়েছে। আর্থিক খাতের কোম্পানিগুলোর কার্যক্রমে অচলাবস্থা বিরাজ করছে। এর মধ্যে আসন্ন বাজেটে শেয়ারবাজারের জন্য প্রণোদনা না থাকার ইঙ্গিত শেয়ারবাজার-সংশ্লিষ্টদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারে লেনদেন থেকে সরে রয়েছেন। আর বেশির ভাগ বড় বিনিয়োগকারী সতর্কতা অবলম্বন করছেন। ফলে তালিকাভুক্ত বেশির ভাগ সিকিউরিটির দাম কমে গেলেও লেনদেনে আগ্রহ নেই বিনিয়োগকারীদের।
দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে আজ মোট ৩০৫টি কোম্পানির পাঁচ কোটি আট লাখ ৩৯ হাজার ১৯৪টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ২০৩ কোটি ৭৯ লাখ ৭২ হাজার ১৫৩ টাকা, যা আগের দিনের চেয়ে নয় কোটি ২৭ লাখ টাকা বেশি।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ১১.৫৮ পয়েন্ট বেড়ে ৪৬৬৮.০৬ পয়েন্ট দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ মূল্যসূচক ২.৭৮ পয়েন্ট বেড়ে ১৭২৬.৪০ পয়েন্ট ও ডিএসইএস শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১১০৫.৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩০৫টি সিকিউরিটির মধ্যে দাম বেড়েছে ১৪৬টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত ছিল ৬৪টির।
অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন হয়েছে ১৫ কোটি ৫৫ লাখ ১৬ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। তবে তা আগের দিনের চেয়ে প্রায় দুই কোটি টাকা কম। সিএসইএক্স সার্বিক সূচক ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪২৮০.৯৪ পয়েন্টে।
টাকার পরিমাণে লেনদেনে এগিয়ে থাকা ১০টি সিকিউরিটি হচ্ছে- তিতাস গ্যাস, গ্রামীণফোন, আমরা টেকনোলজিস, লাফার্জ সুরমা সিমেন্ট, আইসিবি, সিএনএ টেক্সটাইল, শাহজিবাজার পাওয়ার, অগ্নি সিস্টেমস, এসিআই ফর্মুলেশন ও স্কয়ার ফার্মা ।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি সিকিউরিটি হলো- লিবরা ইনফিউশন, এসিআই ফরমুলেশন, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, গ্রামীণ-১, নর্দার্ন ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, দেশ গার্মেন্টস, পিপলস ইন্স্যুরেন্স, আলহাজ টেক্সটাইল ও ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড।
অন্যদিকে বেশি দাম হারানো ১০টি সিকিউরিটি হলো- আইসিবি, শাহজিবাজার পাওয়ার, বিডি অটোকার, খান ব্রাদার্স, সিএনএ টেক্সটাইল, ইউনাইটেড ইন্স্যুরেন্স, মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা পিইটি, জেমিনি সি ও পপুলার লাইফ ।