মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই দাম বেড়েছে ইস্টার্ন ক্যাবলসের

Looks like you've blocked notifications!

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ক্যাবলসের শেয়ারের দর মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বেড়েছে। এ শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ ২৪ জুলাই কোম্পানিটির কাছে চিঠি পাঠায়। ওই  চিঠির জবাবে কোম্পানির পক্ষ থেকে এ কথা বলা হয়েছে।

ডিএসইর ওয়েবসাইটে আজ মঙ্গলবার প্রকাশিত কোম্পানির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গত ১১ কার্যদিবসের মধ্যে আট দিনই প্রতিষ্ঠানটির শেয়ারের দর বেড়েছে। গত ১৮ জুলাই এর দর ছিল ১৩৮ টাকা ৩০ পয়সা, যা আজ দাঁড়ায় ১৭৬ টাকা ১০ পয়সায়। এ সময়ে এর দাম বেড়েছে ৩৭ টাকা ৮০ পয়সা। ডিএসইতে আজ এ শেয়ারের দর এক টাকা ৫০ পয়সা বেড়েছে।

চলতি বছরের ৩১ মার্চ (জুলাই-মার্চ) পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে  ৩০ পয়সা।

কোম্পানিটির শেয়ারসংখ্যা দুই কোটি ৪০ লাখ। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালক ৪ দশমিক ৬৪ শতাংশ, সরকার ৫১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১৮ দশমিক ৯১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৫ দশমিক ৪৫ শতাংশ শেয়ার রয়েছে।