অনুমোদন পেল ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড

Looks like you've blocked notifications!

ভ্যানগার্ড এএমএল  রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কমিশনের ৫৮১তম সভায় গতকাল মঙ্গলবার এ অনুমোদন দেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক এম সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফান্ডটির আকার হবে ২০০ কোটি টাকা এবং মেয়াদ হবে ১০ বছর। এর মধ্যে ফান্ডটির উদ্যোক্তা রূপালী ব্যাংকের অংশ ৪০ কোটি টাকা। প্রি-আইপিও প্লেসমেন্টের মাধ্যমে এরই মধ্যে ৬৫ কোটি টাকা উত্তোলন করা হয়েছে। অবশিষ্ট ৯৫ কোটি টাকা সব বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে, যা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলন করা হবে। ফান্ডটির অভিহিত মূল্য ১০ টাকা।

ফান্ডটির উদ্যোক্তা রূপালী ব্যাংক লিমিটেড এবং সম্পদ ব্যবস্থাপক ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। এর ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে দায়িত্ব পালন করবে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।