সংবেদনশীল তথ্য ছাড়াই বেড়েছে সোনালি আঁশের শেয়ারদর

Looks like you've blocked notifications!

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি সোনালি আঁশের শেয়ারদর বাড়ায় সংবেদনশীল কোনো তথ্য নেই। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত কোম্পানিটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ শেয়ারের দাম সম্প্রতি অস্বাভাবিক হারে বাড়ায় গতকাল রোববার কোম্পানি কর্তৃপক্ষকে কারণ দর্শানোর চিঠি দেয় ডিএসইর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। চিঠির জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এ শেয়ারের দাম বাড়ায় কোনো সংবেদনশীল তথ্য নেই।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গত এক মাসের মধ্যে কোম্পানিটির শেয়ারের দাম ১২২ টাকা থেকে বেড়ে ১৬৫ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে। এটি গত এক মাসের মধ্যে শেয়ারটির সর্বোচ্চ দাম।

২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটির পর্ষদ ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ২০১৪ সালেও একই হারে নগদ লভ্যাংশ দেওয়া হয়েছে।

১৯৮৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির অনুমোদিত মূলধনের পরিমাণ ১০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন দুই কোটি ৭১ লাখ টাকা। রিজার্ভ ৫৮ কোটি ৪৭ লাখ টাকা।

বিনিয়োগকারীদের কাছে এ কোম্পানির মোট ২৭ লাখ ১২ হাজার শেয়ার রয়েছে। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৬১ দশমিক ৯৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৩৮ দশমিক শূন্য ১ শতাংশ শেয়ার।