বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা নয়, তবে সতর্ক থাকতে হবে
যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়নি, তবে সফরের সময় সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট।
আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ানবাজারে বিজিএমইএ ভবনে পোশাকশিল্প নিয়ে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির ( বিজিএমইএ) পরিচালনা বোর্ড ও মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এক মতবিনিময় সভা হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে মার্কিন রাষ্ট্রদূত এসব কথা জানান।
সংবাদ সম্মেলনে বার্নিকাট বলেন, ‘বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উন্নয়নে যুক্তরাষ্ট্র সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। বিশেষ করে নিরাপত্তা ইস্যুতে অগ্রাধিকার দেবে। শ্রমিকদের নিরাপত্তার পাশাপাশি এ খাতে বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তার ব্যাপারটাও গুরুত্বের সঙ্গে দেখতে হবে। যাতে করে স্বাচ্ছন্দ্যে বিদেশি বিনিয়োগকারীরা এ দেশে চলাচল করতে পারে।’
দেশের তৈরি পোশাক শ্রমিকদের নিরাপত্তা ইস্যু নিয়ে বার্নিকাট বলেন, ‘আমরা সবসময় বলে আসছি, শ্রমিকের অধিকার অক্ষুণ্ণ রাখতে হবে। সেই সঙ্গে এখন নিরাপত্তার ইস্যুটিও জড়িত। সন্ত্রাসী ও জঙ্গিবাদ যুক্তরাষ্ট্র প্রশ্রয় দেয় না। তাই জঙ্গিবাদ দমনে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারকে সব ধরনের সহযোগিতা করবে।’
বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘তৈরি পোশাক শিল্পে ব্যবসা বাড়ানোর জন্য বিজিএমইএ বিদেশি কূটনীতিকদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করে আসছে। এরই অংশ হিসেবে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। যার মধ্যে রয়েছে পোশাক কারখানার ডাটাবেজ তৈরি, প্রত্যেকটি কারখানায় সেফটি কমিটি গঠনসহ এ খাতে বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তা ইস্যু।
সংবাদ সম্মেলনে বিজিএমইএ সিনিয়র সহসভাপতি ফারুক হোসেন, ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) নাসির উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট মাহমুদ হোসেন খান (বাবু) ও মার্কিন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।