ব্র্যাক ব্যাংকের ২০% লভ্যাংশ অনুমোদন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/04/23/photo-1429794564.jpg)
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংকের ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় কোম্পানিটির ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত ২০ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সাভারে ব্র্যাক-সিডিএমে এই সভা অনুষ্ঠিত হয়।
এজিএমে সভাপতিত্ব করেন ব্র্যাক ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ। এ ছাড়া ব্যাংকের পরিচালক মোহাম্মদ এ (রুমী) আলী, শিবনারায়ণ কৈরী, ড. হাফিজ জি এ সিদ্দিকী, জাহিদা ইস্পাহানী, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এবং কোম্পানি সচিব রেইস উদ্দীন উপস্থিত ছিলেন।
সভায় ব্যাংকের চেয়ারম্যান জানান, ২০১৪ সালে ব্র্যাক ব্যাংক পরিচালন মুনাফা হিসেবে ৬৭৭ কোটি ৪০ লাখ টাকা এবং কর-পরবর্তী মুনাফা হিসেবে ২০৯ কোটি ২০ লাখ টাকা অর্জন করেছে।
দেশে বর্তমানে ব্র্যাক ব্যাংকের ১৬৬টি শাখা, ৩৫০টির বেশি এটিএম বুথ, ৪৫৮টি এসএমই ইউনিট অফিস এবং ছয় হাজার ৭০০ জনেরও বেশি জনবল নিয়ে এই ব্যাংকের নেটওয়ার্ক বিস্তৃত রয়েছে।
ব্র্যাক ব্যাংক এখন আর্থিক খাতের সব ধরনের সেবাই প্রদান করে থাকে। বর্তমানে এ ব্যাংকের ১৫ লাখেরও বেশি গ্রাহক রয়েছে।
এদিকে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ২ দশমিক ৬২ শতাংশ বা ৯০ পয়সা। সর্বশেষ লেনদেন হয় ৩৩ টাকা ৫০ পয়সায়, যা সমন্বয় শেষে দাঁড়ায় ৩৩ টাকা ৬০ পয়সা।
শেয়ারবাজারে এ কোম্পানির মোট ৭০ কোটি ৯২ লাখ ৮৭ হাজার ৩২১টি শেয়ার রয়েছে, এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৫০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৪ দশমিক ৪১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৪৫ দশমিক ৫৯ শতাংশ। সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ১১ দশমিক ৫৫।