আর্থিক খাতের ঝুঁকি ব্যবস্থাপনায় নজর দেওয়া হচ্ছে : ফজলে কবির

Looks like you've blocked notifications!
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। ছবি : এনটিভি

দেশের আর্থিক খাতের ঝুঁকি ব্যবস্থাপনায় বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। রোববার সকালে বিআইবিএমএ ব্যাংকার ও শিক্ষাবিদদের নিয়ে আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনীতে তিনি এ কথা জানান।

সম্মেলনে গভর্নর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সর্বস্তরে সুশাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানান। এ ছাড়া প্রতিনিয়ত ব্যাংকিং খাতের ঝুঁকির ধরন পরিবর্তন হচ্ছে জানিয়ে ফজলে কবির বলেন, ‘এ বিষয়ে সতর্ক পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

ফজলে কবির বলেন, দেশের ব্যাংকিং ব্যাবস্থার নিয়ন্ত্রক হিসেবে বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং খাতে সংস্কার কাজে মনযোগী। কারণ আর্থিক খাতের ঝুঁকি ব্যবস্থাপনা এবং সুশাসন নিশ্চিত করাটাই আমাদের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে বক্তারা ব্যাংকিং খাতের খেলাপি ঋণ কমিয়ে আনার পাশাপাশি যথাযথ সংস্কারে জোর দেওয়ার পরামর্শ দেন।