কেমন বাজেট চাই
বছর ঘুরে আবার এলো জাতীয় বাজেট ঘোষণার সময়। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে দেশের মানুষের বাজেট ভাবনা তুলে ধরার অনুষ্ঠান ‘কেমন বাজেট চাই’। চলতি বছর অষ্টমবারের মতো এই অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি ও দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। রাজধানীর প্যানপ্যাসিফিক হোটেল সোনারগাঁও এবং চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লু ও নিউইয়র্কের এনটিভি স্টুডিও থেকে আজ রাত ৮টা ১০ মিনিটে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে এনটিভি। টেলিভিশনের পাশাপাশি এনটিভি অনলাইনে (www.ntvbd.com) অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারবেন বিশ্বের যেকোনো প্রান্ত থেকে।
‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠানে ২০১৫-১৬ অর্থবছরের বাজেটকে ঘিরে জনগণের চিন্তা-ভাবনা, ব্যবসায়ীদের আকাঙ্ক্ষা, সরকারের পরিকল্পনা তুলে ধরবেন সরকারের মন্ত্রী, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, ব্যবসায়ীসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।
‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠানটি এখন দর্শক নন্দিত বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর বার্ষিক ইভেন্টে রূপ নিয়েছে। বাজেট নিয়ে সাধারণ মানুষের ভাবনা ও প্রত্যাশা, রাষ্ট্রের নীতিনির্ধারকদের কাছে তুলে ধরতে গত সাত বছর ধরে নিয়মিত হয়ে আসছে এই অনুষ্ঠান।
অনুষ্ঠান সুষ্ঠু ও নির্বিঘ্ন সম্প্রচারের লক্ষ্যে ব্যস্ততা সম্প্রচারকর্মীদের। এর সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায়, প্রস্তুতি তদারকি করছেন সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানরা।
জাতীয় অর্থনীতিতে চট্টগ্রাম অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রতিবারের মতো এবারও চট্টগ্রাম এই আয়োজনের দ্বিতীয় ভেন্যু। সম্প্রতি উদ্বোধন হওয়া চট্টগ্রামের আন্তর্জাতিক মানসম্পন্ন হোটেল রেডিসন ব্লু থেকে চট্টগ্রামের আমন্ত্রিত ব্যবসায়ীসহ অতিথিরা অংশ নেবেন এই আয়োজনে।
ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ও সাধারণ মানুষ এবার অনুষ্ঠানে অংশ নেবেন। এই লক্ষ্যে প্রস্তুত নিউইয়র্কের এনটিভি স্টুডিও।
বাজেট নিয়ে মতামত ও বিশ্লেষণ তুলে ধরার পাশাপাশি, বিভিন্ন শ্রেণি পেশার মানুষের নানা প্রশ্নের জবাব দিতে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড. এ বি মির্জা আজিজুল ইসলাম, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও চেম্বার নেতৃবৃন্দ এবং ব্যাংকারসহ নানা শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানের সঞ্চালনায় থাকছেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ।
আজ রাত ৮টা ১০ মিনিটে শুরু হয়ে ‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠানটি বিরতিহীনভাবে চলবে এনটিভির সাড়ে ১০টার রাতের খবরের আগ পর্যন্ত।