অর্থপাচার রোধে ব্যর্থতা

যুক্তরাজ্যে সোনালী ব্যাংককে ৩৩ লাখ পাউন্ড জরিমানা

Looks like you've blocked notifications!

অর্থপাচার রোধে ব্যর্থ হওয়ার অভিযোগে যুক্তরাজ্যে সোনালী ব্যাংককে ৩৩ লাখ পাউন্ড বা প্রায় ৩১ কোটি ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিবিসির বুধবারের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যে বাংলাদেশের সোনালী ব্যাংকের শাখা অর্থপাচার নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার অভিযোগে গ্রাহকের আমানত গ্রহণে ছয় মাসের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে ফিন্যান্সিয়াল কনডাক্ট অথরিটি (এফসিএ)। ব্যাংকটিকে ৩৩ লাখ পাউন্ড জরিমানা করা হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তা স্টিভেন স্মিথকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে ব্যাংকটির প্রধান কর্মকাণ্ড রেমিট্যান্স বাংলাদেশে পাঠানো অব্যাহত থাকবে।

বর্তমানে যুক্তরাজ্যে সোনালী ব্যাংকের তিনটি শাখা রয়েছে। এর মধ্য লন্ডন, বার্মিংহাম ও ব্রাডফোর্ডে ব্যাংকটির শাখা রয়েছে। এ শাখাগুলো মূলত প্রবাসী বাংলাদেশিদের ব্যাংকিং সেবা দিয়ে থাকে।

যুক্তরাজ্যের সোনালী ব্যাংকের ৫১ শতাংশের মালিক বাংলাদেশের সরকার।