পাঁচ কার্যদিবস পর মূল্যসূচকের সংশোধন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/05/12/photo-1431430158.jpg)
টানা পাঁচ কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতায় থাকার পর শেয়ারবাজারে মূল্যসূচকের সংশোধন হয়েছে। মূলত কয়েক দিন শেয়ারের দাম বাড়ায় মুনাফা তুলে নিতে চেষ্টা করেছেন বিনিয়োগকারীরা। ফলে আজ মঙ্গলবার দেশের উভয় শেয়ারবাজারে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩০৬টি কোম্পানির ১৭ কোটি ৬৬ লাখ ১ হাজার ২৯২টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৫৫৪ কোটি ৩৯ লাখ ৯৬ হাজার ১২৪ টাকা, যা আগের দিনের চেয়ে ৪২ কোটি ৩১ লাখ টাকা কম।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ২২.৬১ পয়েন্ট কমে ৪৩২৬.৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্যসূচক ২.২২ পয়েন্ট কমে ১৬২২.৪৯ পয়েন্ট ও ডিএসইএস শরিয়াহ সূচক ৩.৭৭ পয়েন্ট কমে ১০৩৯.২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩০৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৩টির, কমেছে ১৮৯টির এবং অপরিবর্তিত ছিল ১৪টির।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হওয়া ২৪৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ১৪০টির ও অপরিবর্তিত ছিল ১১টির। মোট লেনদেন হয়েছে ৪৩ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।
সিএসইর সার্বিক সূচক কমেছে ৭৭ পয়েন্ট।
ডিএসইতে আজ লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার, কেপিসিএল, আরএকে সিরামিকস, বেক্সিমকো লিমিটেড, ইফাদ অটোস, এসিআই ফর্মুলেশন, এনবিএল, এমজেএল বিডি, এসিআই ও শাহজিবাজার পাওয়ার।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো - এনসিসিবি, ট্রাস্ট ব্যাংক ১ মি. ফা., ১ম প্রাইম ফাইন্যান্স মি. ফা., আইসিবি এএমসিএল ২য় মি. ফা., এনবিএল, স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স, আফতাব অটো, আইসিবি এমপ্লয়ি মি. ফা-১,স্কিম-১, বিএসসি ও এশিয়ান টাইগার।
বেশি দাম হারানো ১০টি কোম্পানি হলো- আইএসএন লিমিটেড, জেনারেশন নেক্সট, পূরর্বী জেনারেল, প্রাইম লাইফ, ফাইন ফুডস, আইপিডিসি, বিডি ফাইন্যান্স, পপুলার লাইফ, মিরাকল ইন্ডাস্ট্রি ও প্রিমিয়ার সিমেন্ট।