এশিয়া প্যাসিফিকের সেরা গভর্নরের সম্মাননা পেলেন আতিউর রহমান

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সেরা গভর্নরের সম্মাননা পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। ফাইন্যানশিয়াল টাইমস গ্রুপের সাময়িকী দ্য ব্যাংকারের পক্ষ থেকে গতকাল শুক্রবার ব্রিটেনের হাউস অব লর্ডসে এ সম্মাননা দেওয়া হয়।
প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ব্যাংকার জানায়, গণমুখী ব্যাংকিংয়ের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করা, পরিবেশবান্ধব এবং ব্যাংকিং ব্যবস্থায় প্রান্তিক জনগোষ্ঠীকে সফলভাবে অন্তর্ভুক্ত করার স্বীকৃতিই হচ্ছে এ সম্মাননা।
দ্য ব্যাংকারের সম্পাদক ব্রায়ান ক্যাপলেন বলেন, ‘যে বিষয়গুলো আমাকে অভিভূত করেছে তা হচ্ছে, একটি দেশের কেন্দ্রীয় গভর্নরের কাছ থেকে বেসিক যে দায়িত্বগুলো আমরা প্রত্যাশা করি, মি. রহমান শুধু তা-ই করেননি, তিনি দেশের মূল্যস্ফীতি সংযত রেখে প্রবৃদ্ধির ধারাবাহিকতা রক্ষা, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি ব্যাংকিংয়ের সামাজিক দায়বদ্ধতা রচনা করেছেন।’
এনটিভিকে দেওয়া এক প্রতিক্রিয়ায় ড. আতিউর রহমান বলেন, ‘এই স্বীকৃতিটি তো আমার না। আমি মনে করি, আমার সমস্ত সহকর্মী এবং যাঁরা এর বেনিফিশিয়ারি, তাঁরা প্রত্যেকেই এর ভাগিদার। এটা বাংলাদেশের স্বীকৃতি যে এই রকম একটি বিশ্বমন্দার মধ্যেও বাংলাদেশ যে তার অর্থনৈতিক সংগ্রামে এগিয়ে যাচ্ছে জোর কদমে, সেটা তার স্বীকৃতি।’
ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ লর্ডস সভার সদস্য লর্ডস শেখের সভাপতিত্বে অনাড়ম্বর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্য ব্যাংকারের সম্পাদক ব্রায়ান ক্যাপলেন, সাময়িকীটির এশিয়াবিষয়ক সম্পাদক স্টিফানিয়া পালম্যান, ব্রিটিশ এমপি রুশনারা আলী, ব্যারোনেস মঞ্জিলা উদ্দিন, ব্রিটেনের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়ী ইকবাল আহমেদসহ অর্থনীতিবিদ, গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিভিন্ন দেশের শীর্ষপর্যায়ের ব্যাংকাররা।
ফাইন্যানশিয়াল টাইমস গ্রুপের সাময়িকী দ্য ব্যাংকার বিশ্বে সেরা ব্যাংক, ব্যাংকারদের রেটিং প্রকাশ করে থাকে।