ট্রেড লাইসেন্স ফি কমানোর দাবি খুলনার ব্যবসায়ীদের

Looks like you've blocked notifications!
নতুন করে বাড়ানো ট্রেড লাইসেন্স ফি কমানোর দাবিতে আজ শনিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে খুলনা সম্মিলিত ব্যবসায়ী সংগঠন সমন্বয় পরিষদ। ছবি : এনটিভি

খুলনা সিটি করেপারেশনের ব্যবসায়ীরা নতুন করে বাড়ানো ট্রেড লাইসেন্স ফি কমানোর দাবি জানিয়েছেন। তা না হলে আন্দোলনে নামার ঘোষণা দেন তাঁরা।

আজ শনিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান খুলনা সম্মিলিত ব্যবসায়ী সংগঠন সমন্বয় পরিষদ।

সংগঠনের আহ্বায়ক মো. আসাদুজ্জামান সেলিম লিখিত বক্তব্যে বলেন, ৫০০ টাকা নির্ধারিত ট্রেড লাইসেন্স ফি বর্তমানে পাঁচ হাজার টাকা করা হয়েছে। দীর্ঘদিন হরতাল-অবরোধে ব্যবসা-বাণিজ্যের মারাত্মক ক্ষতি হয়েছে। এই অবস্থায় ট্রেড লাইসেন্স ফি বাড়ানোর ঘোষণা ব্যবসায়ীদের মাথায় চরম আঘাতের মতো। 

ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক রাখতে খুলনা সিটি করপোরেশন অনতিবিলম্বে বর্ধিত ফি প্রত্যাহারের জন্য সরকারের সংশিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এমনটাই আশা করেন ব্যবসায়ীরা। 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব এস এম ওবায়দুল্লাহ, খুলনা চেম্বার অ্যান্ড কমার্সের পরিচালক মো. তোফাজ্জেল হোসেন, তোতা কাজী প্রমুখ।