উভয় বাজারে সূচক ও লেনদেনে বড় অগ্রগতি
দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচক ও লেনদেনে বড় অগ্রগতি হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার ৭৮ শতাংশ শেয়ারের দাম বেড়েছে। লেনদেনে হয়েছে ৭৫৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৯১ পয়েন্ট। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৬০ কোটি ৯২ লাখ টাকা। সিএসইর সার্বিক সূচক বেড়েছে ২৩৮ পয়েন্ট।
বাজারসংশ্লিষ্টদের মতে, রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল পর্যায়ে আসায় বিনিয়োগকারীরা শেয়ারবাজারে ফিরছেন। এতে লেনদেন বাড়ছে। বিনিয়োগকারীরা আগের ক্ষতি পুষিয়ে নিতে বিনিয়োগ পুনর্বিন্যাস করছেন।
ডিএসইতে আজ ৩০৯টি কোম্পানির ২০ কোটি ২৭ লাখ ৮৭ হাজার ২৭১টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৭৫৩ কোটি ৯৮ লাখ ৫৮ হাজার ৭৮১ টাকা, যা আগের দিনের চেয়ে ৪৩ কোটি ৩৭ লাখ টাকা বেশি।
ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৯১.৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৪০৭.৪৩ পয়েন্টে। ডিএস-৩০ মূল্যসূচক ৩৫.৬৫ পয়েন্ট বেড়ে ১৬৬৫.৮৪ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক ১৮.২৫ পয়েন্ট বেড়ে ১০৬৯.৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩০৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৪২টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত ছিল ১৬টির দাম।
সিএসইতে দুই কোটি ১৩ লাখ ৯৩ হাজার ১৭০টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ৬০ কোটি ৯২ লাখ ২৮ হাজার টাকায় লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৩৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৯টির, কমেছে ৪৭টির ও অপরিবর্তিত ছিল নয়টির দাম। সিএসইর সার্বিক সূচক ২৩৮.৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৫৭৮.৯৮ পয়েন্ট।
ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো -কেপিসিএল, ইউনাইটেড পাওয়ার, বিএসসিসিএল, বেক্সিমকো লিমিটেড, শাইনপুকুর সিরামিকস, আরএকে সিরামিকস, এসিআই ফর্মুলেশন, সাইফ পাওয়ারটেক, এএফসি অ্যাগ্রো ও বারাকা পাওয়ার।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- সিঙ্গার বিডি, সুহৃদ টেক্সটাইল, গোল্ডেন হারভেস্ট, এএফসি অ্যাগ্রো, রূপালী ব্যাংক, বিজিআইসি, এপেক্স ট্যানারি, এশিয়ান টাইগার, ইউনাইটেড এয়ারওয়েজ ও নর্দার্ন ইনস্যুরেন্স।
বেশি দাম হারানো ১০টি কোম্পানি হলো- সিএমসি কামাল, আইসিবি ১ম এনআরবি, কর্ণফুলী ইনস্যুরেন্স, ইন্টারন্যাশনাল লিজিং, বিডি ওয়েল্ডিং, নিটল ইনস্যুরেন্স, পিপলস লিজিং, জাহিন স্পিনিং, এক্সিম ১ম মি. ফা., ও বিএসআরএম লিমিটেড।