স্পট ও ব্লক মার্কেটে ইউনিক হোটেল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/05/19/photo-1432025095.jpg)
শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা খাতের কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের শেয়ার লেনদেন আগামীকাল ও পরশু স্পট ও ব্লক মার্কেট হবে। পরের দিন রেকর্ড ডেটের কারণে এর লেনদেন বন্ধ থাকবে। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২২ কোটি ৫০ লাখ ৬০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৭৬ পয়সা। তবে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা হয় ২০ কোটি ৮০ লাখ ৬০ হাজার টাকা ও ইপিএস ৭১ পয়সা।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। এ সময়ে এর আয় হয়েছে তিন টাকা ২৭ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ৮৭ টাকা ৭৪ পয়সা।
আগামী ২৫ জুন সকাল সাড়ে ১০টায় রাজধানীর কারওয়ান বাজারে ইউনিক ট্রেড সেন্টারে এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
গত এক মাসে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ৪৩ টাকা ৪০ পয়সা ও সর্বোচ্চ ৫৬ টাকা ৮০ পয়সা। আজ এর দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।