পণ্যসামগ্রীর দাম সেভাবে বাড়বে না : বাণিজ্যমন্ত্রী

Looks like you've blocked notifications!
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আজ মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে কথা বলেন। ছবি : ফোকাস বাংলা নিউজ
 

শুধু রমজান মাস নয় সারা বছরই কোনো পণ্যের দাম সেভাবে বাড়বে না বলে আশ্বস্ত করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি ব্যবসায়ীদের ওপর আস্থা রেখে তাঁদের সততার প্রশংসা করেছেন। ব্যবসায়ীদের কেউ দাম বাড়ানোর জন্য পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করবেন না বলে মন্ত্রী জানিয়েছেন।
urgentPhoto
আজ মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পণ্য পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তোফায়েল আহমেদ।
 
বৈঠকে তেল, চিনি, মশুর ডাল, ছোলা, খেজুর, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ ও গরম মসলার সারা বছরের চাহিদা, দেশে উৎপাদনের পরিমাণ ও আমদানির তথ্য তুলে ধরে বলা হয়, রমজানে বেশি প্রয়োজন হয় এমন সব পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। সরবরাহে ঘাটতি থাকবে না বলে আসন্ন রমজানে এসব পণ্যের দাম বাড়বে না।

রমজান মাসে পণ্যমূল্যের বিষয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘কেউ কৃত্রিম সংকট তৈরি করতে পারবে না এবং এরা সৎ ব্যবসায়ী, কেউ করবে না। আল্লাহর রহমতে রোজার মাসে শুধু না সারা বছরই আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নাগালের মধ্যে থাকবে, ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে। কোনো আইটেমেই সেভাবে দাম বৃদ্ধি হবে না।’

বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে টিসিবির কার্যক্রম জোরদার করা হবে কি না এ প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘টিসিবি হলো আপৎকালীন। টিসিবি তো সারা বাংলাদেশের বাজারে মাল সরবরাহ দিতে পারবে না।’

মন্ত্রী এ সময় উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমরা যে তথ্যগুলো তুলে ধরছি দয়া করে এগুলো দেন। আমি মনে করি যে আপনারা টিআইবির (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ) মতো কোনো রোল প্লে করবেন না। আপনারা নেগেটিভ নিউজটা না দিয়া পজিটিভ নিউজটা দেন। আমাদের কেউ তারিফ করতে চায় না। তারিফ করে পাবলিক।’ 

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাণিজ্যমন্ত্রী হিসেবে বাজার তদারকি করতে যাওয়াটা আমার পছন্দের না। বাজারে যাইয়া, টেলিভিশন ক্যামেরা নিয়া দাম কত। এটা হলে দাম আরো বাড়ে।’

বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মো. আজিজুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি এম মুর্তজা রেজা চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য হুসেইন আহমেদ, টিসিবির চেয়ারম্যান ব্রি. জেনারেল সারোয়ার জাহান, সিটি গ্রুপের মহাব্যবস্থাপক বিশ্বজিৎ সাহা, মেঘনা গ্রুপের উপদেষ্টা এম এইচ মুন্সী, এস আলম গ্রুপের সিনিয়র মহাব্যবস্থাপক কাজী সালাহ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ডাল সমিতির সভাপতি শফি মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।