তিন ঘণ্টা ৫০ মিনিট পর ডিএসইতে লেনদেন শুরু
কারিগরি ত্রুটির কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আজ রোববার তিন ঘণ্টা ৫০ মিনিট পরে শুরু হয়েছে। স্বাভাবিক নিয়মে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন চলে।
এর আগে ডিএসইর জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শফিকুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘কারিগরি ত্রুটি সমাধানে কাজ চলছে। আইটি বিভাগ কাজ করছে। কিন্তু এখন পর্যন্ত কোনো তেমন অগ্রগতি হয়নি।’ তিনি বলেন, ‘সার্ভারে সমস্যা। ব্রোকারেজ হাউসগুলোর ফাইল আপলোড করা যাচ্ছে না। সমস্যা সমাধান হলে লেনদেন চালু হতে পারে। তবে বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে।’
কারিগরি ত্রুটির কারণে এর আগেও ডিএসইতে লেনদেন বন্ধ রাখতে হয়েছে। কিন্তু দেশের প্রধান শেয়ারবাজারের এ ধরনের কারিগরি ত্রুটিতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন বিনিয়োগকারীসহ সংশ্লিষ্টরা।
ডিএসইতে লেনদেনে বিঘ্ন ঘটলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন যথাসময়ে শুরু হয়।