সিঅ্যান্ডএ টেক্সটাইলের ১১% লভ্যাংশ ঘোষণা
শেয়ারবাজারে নতুন তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সিঅ্যান্ডএ টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য ১১ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে ঘোষণা দিয়েছে। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, এই হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১ পয়সা, শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১৯ টাকা ৩১ পয়সা ও শেয়ারপ্রতি নগদ তারল্যপ্রবাহ ১ টাকা ৩৫ পসা। আগামী ১৫ মার্চ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রামের পতেঙ্গায় চিটাগং বোট ক্লাবে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংশ্লিষ্ট রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ ফেব্রুয়ারি।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে তৃতীয় প্রান্তিকে (চলতি বছরের জানুয়ারি-মার্চ) কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ছয় কোটি ৬৩ লাখ ৬০ হাজার টাকা ও ইপিএস ৫১ পয়সা।
গত ২১ জানুয়ারি দেশের শেয়ারবাজারে সিঅ্যান্ডএ টেক্সটাইলের লেনদেন শুরু হয়। ওই দিন এর দাম ছিল ২২ টাকা, যা পরের দিন ২৬ টাকা ২০ পয়সায় পৌঁছে। তবে গত কয়েক দিনের পতন প্রবণতায় সর্বশেষ এর দাম দাঁড়িয়েছে ২১ টাকা ৭০ পয়সায়। আজও এর দাম নিম্নগামী প্রবণতা রয়েছে।
এর আগে ১৪ জানুয়ারি সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা দেওয়া হয়।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫২৮তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়।
কোম্পানিটি শেয়ারবাজারে ১০ টাকা অভিহিত মূল্যে চার কোটি ৫০ লাখ শেয়ার ছেড়ে ৪৫ কোটি টাকা সংগ্রহ করেছে। সংগৃহীত অর্থের মধ্যে ৬৮ দশমিক ৬১ শতাংশ ব্যাংক ঋণ পরিশোধ, ২৭ দশমিক ৩৭ শতাংশ ভবন নির্মাণ ও যন্ত্র স্থাপন এবং ৪ দশমিক শূন্য ২ শতাংশ আইপিও বাবদ খরচ করবে কোম্পানিটি।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০১৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮ টাকা ৩৮ পয়সা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ টাকা ৯৭ পয়সা।
বর্তমানে এ কোম্পানির অনুমোদিত মূলধনের পরিমাণ ৩০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১৭৫ কোটি টাকা। রিজার্ভের পরিমাণ ৮৫ কোটি ৮৪ লাখ টাকা। বাজারে মোট শেয়ার ১৭ কোটি ৫০ লাখ; যার মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৩০ দশমিক ২৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৪৬ দশমিক ৫৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৩ দশমিক ১৪ শতাংশ।
উল্লেখ্য, সিঅ্যান্ডএ টেক্সটাইল তৈরি পোশাক খাতের শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান। কোম্পানিটি ইউরোপ, আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য, ইতালি ও জার্মানিতে তৈরি পোশাক রপ্তানি করে থাকে।