‘হ্যাপি আওয়ার’ ক্যাম্পেইন চালু করেছে ফুডপান্ডা
দিনের একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন আকর্ষণীয় অফার কার্যক্রম ‘হ্যাপি আওয়ার’ চালু করছে অনলাইনভিত্তিক খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ফুড পান্ডা। প্রতিষ্ঠানটি তিন ঘণ্টার জন্য ফ্রি ডেলিভারি সার্ভিস দেবে। এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
হ্যাপি অফারের সময় অতিরিক্ত কোনো ডেলিভারি ফি দিতে হবে না। তবে পছন্দের রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার দিতে পারবেন গ্রাহকরা।
প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সব গ্রাহক তাঁদের অর্ডার ডেলিভারির ওপর ছাড় পাবেন। এই সার্ভিস পেতে কোনো ভাউচারের প্রয়োজন হবে না। এটি একটি স্বয়ংক্রিয় পদ্ধতি। পুরো আগস্ট মাসজুড়ে এই অফার থাকবে।
ফুডপান্ডা বৃহত্তম ইন্টারনেট ইনকিউবেটর রকেট ইন্টারনেট-এর একটি ভেঞ্চার, যার হেডকোয়ার্টার বার্লিনে অবস্থিত। এটি একটি অনলাইন ফুড অর্ডারিং মার্কেটপ্লেস, যেখানে ক্রেতারা তাদের আশপাশের এলাকায় অবস্থিত ফাস্টফুড অথবা রেস্টুরেন্টের বিশাল তালিকা থেকে তাদের পছন্দসই খাবার খোঁজা, পছন্দ করা ও অর্ডার দিতে পারেন।