আবাসন খাত আইসিওতে, আগামীতে লাইফ সাপোর্টে যেতে হবে : রিহ্যাবের সহ সভাপতি
রিহ্যাবের সহ-সভাপতি কামাল মাহমুদ বলেছেন, দেশে আবাসন খাত একটি বড় খাত। অথচ আমাদের আবাসন খাতের জন্য কোনো বরাদ্দ আছে কি না আমি জানতে চাই। আমাদের পরিচর্যার অভাবে আমরা আইসিইউতে আছি। আগামীতে আমাদের লাইফ সাপোর্টে যেতে হবে। দুই এক বছর পর মনে হয় লাইফ সাপোর্ট শেষে বিদায় নিতে হবে।
আজ শনিবার (২৭ মে) দেশের জনপ্রিয় ও দর্শকনন্দিত বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের যৌথ উদ্যোগে ‘কেমন বাজেট চাই’ বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে কামাল মাহমুদ এসব কথা বলেন।
এ সময় কৃষিমন্ত্রী মজা করে বলে ওঠেন লাইফ সাপোর্টের পরতো ডেথ! এর জবাব দিয়ে কামাল মাহমুদ বলেন, লাইফ সাপোর্ট যখন খুলে ফেলবেন, তখন মারা যাব। কেননা আমরা আবাসন খাতের রেজিস্ট্রেশন মূল্য কমানোর দাবি জানিয়ে আসছি। কিন্তু তা না করায় আমাদের করুণ দশা। আমরা শুনছি আরও দুই শতাংশ বাড়ানো হবে।
রিহ্যাবের সহ-সভাপতি আরও বলেন, ‘এ মন্ত্রণালয় যে কে চালায় আমরা নিজেরাই বুঝি না। যেমন বাণিজ্য মন্ত্রণালয়ের কোন মনিটরিং সেল নাই। আমরা যখনি প্রজেক্ট শুরু করি, তখনি রড সিমেন্টের দাম বেড়ে যাচ্ছে।’
কামাল মাহমুদ বলেন, আবার যখন এটা ড্যাবের কাজ আরেকটি মন্ত্রণালয়ে করতে হয়। মানুষের মৌলিক চাহিদার মধ্যে এটি একটি অন্যতম খাত। অথচ দিনে দিনে এটি ধ্বংস করে দিচ্ছে। আমাদের ১৭০টির বেশি কোম্পানি রয়েছে। এসব কোম্পানি বন্ধ হওয়ার উপক্রম। এগুলোর সাথে দুই কোটি কর্মকর্তা-কর্মচারি, ইঞ্জিনিয়ার, শ্রমিকের জীবিকা নির্বাহ হয়। তাই এ খাতকে বাঁচাতে হবে।’