গরুর হাটে জাল নোট শনাক্তে ব্যাংকগুলোকে বুথ বসানোর নির্দেশ

Looks like you've blocked notifications!
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

বিপুল নগদ লেনদেনের মধ্যে জাল বা জাল নোট শনাক্ত করতে ঈদুল আজহার আগে গরুর হাটে বুথ স্থাপনের জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি)। গতকাল বুধবার (২১ জুন) কেন্দ্রীয় ব্যাংক এক বিজ্ঞপ্তি জারি করে এ নির্দেশ দেয়।

বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংকগুলোকে সংশ্লিষ্ট ব্যাংকের সমন্বয়কারী হিসেবে নিবেদিত কর্মকর্তাদের নিয়োগ করতে হবে এবং কর্মকর্তাদের পদবি এবং মোবাইল ফোন নম্বর বাংলাদেশ ব্যাংকে ই-মেইল করতে হবে। বুথ স্থাপনের জন্য তফসিলি ব্যাংকগুলোকে ঢাকার বাইরে কেন্দ্রীয় ব্যাংকের শাখা অফিসের সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেখানে কেন্দ্রীয় ব্যাংকের কোনো শাখা অফিস নেই, সেখানে ব্যাংকগুলো সোনালী ব্যাংকের তত্ত্বাবধানে কার্যক্রম পরিচালনা করবে। সুষ্ঠুভাবে লেনদেন নিশ্চিত করতে ব্যাংকগুলো সিটি করপোরেশন, জেলা কার্যালয়, পৌরসভা এবং আইন প্রয়োগকারী সংস্থাসহ স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যাংকগুলোকে প্রতিটি বুথে নগদ গণনা মেশিন স্থাপন করে নোট গণনা নিশ্চিত করতে হবে। কোনো জাল নোট পাওয়া গেলে সেগুলোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ব্যাংক শাখাগুলোকে ঈদ পর্যন্ত ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য তুলে ধরে বড় পর্দায় ভিডিও প্রচারণা চালানো উচিত।