জুনের প্রথম ২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৯ কোটি ৬৬ লাখ মার্কিন ডলার

Looks like you've blocked notifications!

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশে রেমিট্যান্স প্রবাহ বেড়েছ। চলতি মাসের প্রথম ২৩ দিনে ব্যাংকিং চ্যানেলে ১৭৯ কোটি ৬৬ লাখ ৪০ হাজার মার্কিন ডলার সমপরিমাণ অর্থ দেশে এসেছে। টাকার হিসাবে এর পরিমাণ (প্রতি ডলার ১০৮ টাকা ৫০ পয়সা হিসাবে) ১৯ হাজার ৪০৩ কোটি টাকার বেশি। 

আজ রোববার (২৫ জুন) কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, জুন মাসের প্রথম ২৩ দিনে রাষ্ট্রীয় ব্যাংকের মাধ্যমে দেশে এসেছে ২৭ কোটি ৮৪ লাখ ৬০ হাজার ডলার ও বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে নয় কোটি ৫৭ লাখ ৪০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪১ কোটি ৭৪ লাখ ১০ হাজার ডলার। এ ছাড়া বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫০ লাখ ডলারের রেমিট্যান্স। এ সময়ে আট ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।

এর আগে, মে মাসে দেশে ১৬৯ কোটি ১৬ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল। সে হিসাবে এখন পর্যন্ত মে মাসের চেয়ে চলতি জুন মাসে রেমিট্যান্সের প্রবাহ অনেক ভালো অবস্থানে রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা বলছেন, কোরবানির ঈদকে কেন্দ্র করে প্রবাসীরা তাদের পরিবারের কাছে রেমিট্যান্স পাঠাচ্ছেন। বাকি সময়ে আরও বেশি রেমিট্যান্স আসবে বলে ধারণা তাদের।