সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

Looks like you've blocked notifications!
সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের লোগো

সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সদ্য সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (৩০ জুন ২০২৩ পর্যন্ত) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল বুধবার (১২ জুলাই) পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে অনুমোদনের পর ওই আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (১ এপ্রিল, ২০২৩ থেকে ৩০ জুন, ২০২৩) শেয়ারপ্রতি ৬৫ পয়সা আয় হয়েছে কোম্পানিটির। গত বছর একই সময়ে আয় হয়েছিল ৯১ পয়সা। 

এই হিসাববছরের প্রথম দুই প্রান্তিকে অর্থাৎ ছয় মাসে (১ জানুয়ারি, ২০২৩- ৩০ জুন, ২০২৩) শেয়ারপ্রতি এক টাকা ৩২ পয়সা আয় করেছে কোম্পানিটি। গত বছরের একই সময়ে তাদের আয় হয়েছিল এক টাকা ৮৫ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ২০ টাকা ৩০ পয়সা ছিল।