আরও কমেছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ

Looks like you've blocked notifications!
এএফপির ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আরও কমেছে। চলতি সেপ্টেম্বর মাসের ২৭ দিনে রিজার্ভ কমেছে ১৯২ কোটি ডলার। গতকাল বুধবার (২৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া তথ্যে রিজার্ভের এ চিত্র প্রকাশ পেয়েছে। এতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ এখন ২ হাজার ১১৫ কোটি ডলার বলে জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব পদ্ধতি অনুযায়ী ২০২১ সালের এ সময়ে রিজার্ভ ছিল ৪৮ বিলিয়ন বা ৪ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২০ দিনে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৬২ কোটি মার্কিন ডলার কমেছিল। পরের সাত দিনে রিজার্ভ আরও ৩০ কোটি ডলার কমে যায়।

গত ৩১ আগস্ট দেশের রিজার্ভ ছিল ২ হাজার ৩০৬ কোটি ৯৫ লাখ ডলার। অন্যদিকে, দেশের বৈদেশিক মুদ্রা আয়ের বড় উৎস প্রবাসী আয় দিনদিন কমে চলেছে। গত দুই মাসে (জুলাই-আগস্ট) দেশে প্রবাসী আয় কমেছে সাড়ে ১৩ শতাংশ।