আইটি ফ্রিল্যান্সিং খাতে কাটা যাবে না কর, পরিপত্র জারি

Looks like you've blocked notifications!
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

বৈদেশিক মুদ্রার লেনদেনে নিয়োজিত অনুমোদিত ডিলার ব্যাংকগুলো তথ্য প্রযুক্তি (আইটি) ফ্রিল্যান্সিং খাত থেকে কোনো উৎসে কর কাটতে পারবে না। আজ রোববার (১ অক্টোবর) এক পরিপত্রে বিষয়টি স্পষ্ট করেছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ-সংক্রান্ত এক পরিপত্র জারির পর আইটি ফ্রিল্যান্সিং খাত থেকে উৎসে কর কাটা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। ফলে নতুন সার্কুলার জারি করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, ‘বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ ২৭ সেপ্টেম্বর জারি করা এফই সার্কুলার লেটার নং-১৪ স্পষ্ট করতে জানানো যাচ্ছে যে, আয়কর আইন-২০২৩-এর ১২৪ ধারার (২) (আ) এবং ষষ্ঠ তফসিলের অংশ ১-এর দফা ২১ অনুযায়ী আইটি ফ্রিল্যান্সিং খাত থেকে কোনো উৎসে কর কর্তন করা যাবে না।’