দেশের প্রকৃত রিজার্ভ এখন কত, জানাল বাংলাদেশ ব্যাংক

Looks like you've blocked notifications!
বাংলাদেশ ব্যাংকের ফাইল ছবি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত মেনে বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রকৃত তথ্য প্রকাশ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। সেই হিসেবে দেশের রিজার্ভ এখন দুই হাজার ১০৭ কোটি বা ২১ দশমিক শূন্য সাত বিলিয়ন মার্কিন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে আজ সোমবার (১৬ অক্টোবর) এসব তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের শুরুতে অর্থাৎ, গত ১১ অক্টোবর দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২১ দশমিক ১৫ বিলিয়ন ডলার। আইএমএফের ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম ৬) অনুযায়ী, সবশেষ ১৫ অক্টোবর বাংলাদেশের প্রকৃত রিজার্ভ দাঁড়ায় ২১ দশমিক শূন্য সাত বিলিয়ন ডলারে। এ দিয়ে সাড়ে তিন মাসের আমদানি ব্যয় মেটানো যাবে।

একই সময়ে নিজস্ব পদ্ধতিতে বিদেশি মুদ্রার রিজার্ভের পরিমাণ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। সেই হিসাব অনুযায়ী, এখন দেশের রিজার্ভ ২৬ দশমিক ৮৫ বিলিয়ন ডলার। ১১ অক্টোবর যা ছিল ২৭ দশমিক শূন্য পাঁচ বিলিয়ন ডলার।